ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় নছিমন উল্টে একটি দেয়ালের সাথে ধাক্ক লেগে নছিমন চালক সৈয়দ স্বাধীন (১৭) নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার সকালের দিকে ঘটেছে। সে মূলঘর এলাকার সৈয়দ হাফিজুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেএকটি দেয়ারের সাথে ধাক্কা লেগে চালক সৈয়দ স্বাধীন মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু তার অবস্থার অবনতির জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।