ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে একজন কৃষকের রোপনকৃত ফলন্ত ধানের জমিতে বিষাক্ত রাসায়নিক (সিরিয়াস) প্রয়োগ করে ব্যপক ক্ষতি করেছে। ঘটনাটি উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে বুধবার গভীর রাতে ঘটেছে। অসহায় কৃষকের রোপকৃত জমির ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। জানা গেছে, লখপুর গ্রামের মৃত রমজান আলী শেখ এর পুত্র এবং বেতাগা ইউনিয়নের চাকুলী দারুল উলুম মাদ্রসা ও এতিম খানার সহকারী শিক্ষক মাওলানা আবু হানিফ করোনা দুর্যোগে মাদ্রসা বন্ধ থাকায় তিনি তার নিজস্ব জমিতে বোরো ধানের আবাদ শুরু করেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলানোর কারনে ধানও ভাল হয়েছে।
সেই জমিতে রাতের আধারে কে বা কাহারা শত্রুতামূলকভাবে বিষাক্ত রাসায়নিক (সিরিয়াস) নামক এক ধরনের বিষাক্ত বিষ প্রয়োগ করে। যে বিষ ধানের ব্যপক ক্ষতি করে, যা দেখলে মনে হবে কেউ রোপনকৃত ধান আগুনে পুড়িয়ে দিয়েছে। পার্শ্ববর্তী বাড়ির বাবুল শেখ বলেন, শত্রুতা বসত একটি চক্র উক্ত জমিতে রোপনকৃত ধানে সবুজপাতা মারা বিষ প্রয়োগ করে ফলন্ত ধানের ব্যপক ক্ষতি করেছে। ধানের সাথে এ কোন শক্রতা। এছাড়া স্থানীয় আব্দুল মাজিদ ও আবু জাফর ফারাজি সাথে আলাপকালে তারা বলেন, মানুষে মানুষে বিরোধ থাকতে পারে, কিন্তু ধানের সাথে শত্রুতা থাকতে পারে এটি তারা কোন দিন ভাবতে পারেনি। এর আগেও মাওলানা আবু হানিফ এর মৎস্য ঘেরের পাড়ে রোপনকৃত অর্ধশতাধিক পেঁপে ও কলাগাছ কেটে দিয়ে ব্যপক্ষ ক্ষতি সাধন করেছিল। শুধু তাই নয়,তাঁর মৎস্য ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ চুরি ও লুট করে নিয়ে যায়। তাকে বসত ভিটা বাড়ি হতে উচ্ছেদের জন্য এধনের একাধিক অত্যাচার করা হচ্ছে বলেও তাদের অভিযোগ।