ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক চিকিৎসাধিন অবস্থায় দশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন। তিনি বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে মারা গেছেন।
নিহত তাপস কুমার বিশ্বাস (৫২) চিতলমারীর অতুলনগর গ্রামের মনমোথনাথ বিশ্বাসের ছেলে।তিনি ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি হোমিও প্যাথি ডাক্তারী করতেন। তিনি ফকিরহাটে চাকুরীর সুবাদে উপজেলার আট্টাকী ঘোষপাড়া এলাকার বাড়িতে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সম্পর্কে কাকা শশুর কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার।
পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৬ ফেব্রুয়ারি সকালে মরটসাইকেলযোগে আট্টাকী ঘোষপাড়া এলাকার বাড়ি থেকে কলেজে আসছিলেন। ফকিরহাট বিশ্বরোড় মোড় এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুত্বর আহত হন। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাফোর্টে ছিলেন। সেখান থেকে ২৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে তিনি মারা যান।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয়রা সহ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন এ বিষয়টি অবগত হয়েছেন। বিষয়টি নিয়ে খোজ-খবর নেয়া হচ্ছে।