ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলাধা-মৌভোগ এলাকার ডলি দাস (৪০) নামে এক দরিদ্র ক্যান্সার আক্রান্ত নারীকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে একটি মানবিক সংগঠন। দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যাণ সমিতি, ফকিরহাট শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় ডলি দাশের দিনমজুর স্বামী বিমল দাসের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যাণ সমিতি, ফকিরহাট শাখার সদস্য সাইদুল আলম কামাল, মো. জাকিরুল ইসলাম, শেখ মহিদুল ইসলাম, সৈয়দ অনুজ, কাজি মহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, দিনমজুর বিমল দাসের স্ত্রী ডলি দাস দুই বছর ধরে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ অবস্থায় দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যাণ সমিতি, ফকিরহাট শাখা সহযোগিতা প্রদান করেছে।