হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে তৃতীয় দিনেও কড়াকড়ি ভাবে সর্বাত্মক লকডাউন চলছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কড়াকড়ি ভাবে সর্বাত্মক লকডাউন পালন করছে সাধারন জনগন। লকডাউনের তৃতীয় দিনে অর্থাৎ ১৬ এপ্রিল (শুক্রবার) ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনী দ্রবাদীর দোকান ব্যাতিত সব ধরনের পন্যের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট রয়েছে ফাঁকা। খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট দিয়ে বয়ে যাওয়া সড়কের উপর দিয়ে কোন যাত্রীবাহী বাস চলতে দেখা যায়নি। তবে কার্ভাড ভ্যান ও পন্যবাহী ভ্যান চলাচল করছে। তবে ডাকবাংলা, উপজেলা মোড় সহ কয়েকটি গ্রাম্য সড়কে ভ্যান ও ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। সর্বাত্মক লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি ও সরকারি আইন অমান্য করলে করা হচ্ছে জরিমানা। এদিন বেলা ১১টার দিকে ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করায় দুই দোকানদারকে মোট ২হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুলতানা বুশরা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন