হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে তথ্যপ্রযুক্তির মাধ্যমে টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারের রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর টাকা তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে ফেরত দিলেন ফকিরহাট মডেল থানা পুলিশ।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান, উপজেলার মানসা বাজারে অবস্থিত মিশুক টেলিকমের মালিক নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেনের সময় ভুলক্রমে অন্য একটি নাম্বারে ২৫হাজার টাকা চলে যায়। পরে ওই মোবাইল নাম্বারে ফোন দিলে নাম্বার টি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবসায়ী রফিকুল ইসলাম ফকিরহাট মডেল থানায় একটি জিডি করেন।

এর পরিপ্রেক্ষিতে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নাম্বারটি ট্র্যাকিং করে সেই ব্যক্তির খোঁজ পান। এরপর সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে ২৫হাজার টাকা ফেরত আনেন। যা বুধবার (১৯ জুলাই) পুলিশ মিশুক টেলিকমের পরিচালক রফিকুল ইসলামের হাতে তুলে দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন