হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

ফকিরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। একমাত্র কন্যা ত্রয়ী হালদার লগ্ন খুলনা করোনেশন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শেখর চন্দ্র হালদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবক ও সুধিজন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি ওই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে কর্মরত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন