হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা শীর্ষক প্রশিক্ষণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা শীর্ষক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় বেতাগা লোকসংস্কৃতি কেন্দ্রে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জোবায়ের হোসাইন। প্রশিক্ষণে ৪০জন খামারী অংশ গ্রহন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন