ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরমঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাত দলের তিন সদস্য একটি পিকআপ ভ্যানে করে উপজেলার টাউন-নওয়াপাড়ার মেসার্স খান ফিলিং স্টেশনে আসে। সেখানে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেলে তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের তিনজন আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় স্থানীয়রা আটকৃতদের পুলিশের নিকট সোর্পদ করেন। পুলিশ পিকআপ ভ্যান থেকে ১টি প্লাস, ১টি হাসুয়া, ১টি শাবল, ১টি কাটার, ১টি পাইপ ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের বটেশ্বর গ্রামের নরেন্দ্রনাথ দেবনাথের ছেলে দিবাকর দেবনাথ দিপু (৩৯), মোংলার নারিকেলতলা এলাকার মৃত সিরাজুল মোল্লার ছেলে হাফিজুর রহমান (৩৫) এবং হালিকাপুরের অদ্যপাড়া এলাকার মো. কালুর ছেলে মো. হাসান (৪০)।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মেসার্স খান ফিলিং স্টেশনে ডাকাতির প্রস্তকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাতির সরমঞ্জাম উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।