ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ঠিকাদারের বাড়িতে দস্যুতার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ঠিকাদার শহিদুল ইসলাম বাদী হয়ে ৪জনকে অজ্ঞাতনামা আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি দস্যুতা মামলা করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে বুধবার (১৯ জুলাই) পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান, মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার পিলজংগ এলাকায় ঠিকাদার শহিদুল ইসলামের বাড়িতে মুখোশধারি দুর্বৃত্তের একটি দল দোতলায় উঠে ঘরের দরজা ভেঙ্গে ঘরের প্রবেশ করে। এরপর পরিবারের সকলকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একাধিক মামলার আসামী ইমরান শেখ (২৫) কে উপজেলার ছোট খাজুরা গ্রাম থেকে আটক করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন সন্দেহভাজন আটককৃত একাধিক মামলার আসামী ইমরান শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে।