ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মালবাহী ট্রাকের সাথে গরু বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি একটি চায়ের দোকানে ঢুকে যায়। এ ঘটনায় ট্রাকের চাপায় দোকানে অবস্থানরত জান্নাতুল মাওয়া নামের ছয় বছরের এক শিশু কন্যা ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় নারীসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন আট্টাকী গ্রামের শিরিনা বেগম (২৮) আবু বকর (২) জাকিয়া বেগম (৪৫) ও সাথি খাতুন (১৮)। স্থানীয়রা জানায় ফকিরহাট বিশ্বরোড এলাকায় সকাল সন্ধ্যা হোটেলের সামনে থেকে একটি গরু বহনকারী ট্রাক পেছন দিয়ে বিশ্বরোডে উঠলে কাটাখালী থেকে আসা মোল্লাহাটগামী সার বহনকারী ট্রাকের সামনে আঘাত লেগে এ দূর্ঘটনার ঘটনা ঘটেছে।