হোম ফিচার ফকিরহাটে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাটে টানা কয়েকদিনের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অতি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ।

এলাকাবাসী জানায়, গত ৪/৫দিন ধরে একটানা থেমে থেমে বৃষ্টিপাতে সর্বস্তরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর বিভিন্নভাবে প্রভাব পড়েছে। অনেক রাস্তাঘাট, ঘরবাড়ির আঙিনা, কৃষিক্ষেত ও মাছের ঘের জলমগ্ন হয়ে পড়েছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। লোকজন বাইরে বের না হওয়ার কারণে যাত্রীর অভাবে ভ্যান ইজিবাইক চালক ও মাহিন্দ্রা চালকদের অলস বসে থাকতে দেখা গেছে। কোন কোন ভ্যান চালক যাত্রীর আশায় বৃষ্টিতে ভিজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে।

ফকিরহাট বাজার, কাটাখালী, মানসা, কাঁঠালতলা, বিশ্বরোড বাসষ্ট্যান্ড মোড়ে পান-সিগারেট ও চায়ের দোকান গুলোতে ক্রেতা কম থাকায় তারাও অলস সময় পার করছেন।

বৃষ্টিতে কাজ বন্ধ থাকায় দিনমজুর হিসেবে কাজ করা নির্মাণ শ্রমিকদেরও দেখা মেলেনি কোথাও। বিভিন্ন দোকানের পাশে জড়োসড়ো হয়ে বসে থাকতে দেখা যায় ছিন্নমূল মানুষদের।

কয়েককজন ভ্যান চালকের সাথে আলাপকালে তারা জানান, অন্য সময়ের তুলনায় এই বৃষ্টির ক’দিন অর্ধেকে নেমে এসেছে রোজগার। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে জীবন-জিবিকা নির্বাহ করা খুবই কষ্ট হয়ে যাবে। এদিকে টানা বৃষ্টির ফলে সবজী চাষ সহ ক্ষেতের বিভিন্ন ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন