ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ঘুর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে ভৈরব নদীর জোয়ারের পানির তোড়ে ভেঙ্গে যায় দোহাজারী পাঁকা সড়কটি। ফলে চরম দুর্ভোগে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ।
ফকিরহাট এলজিইডি অফিসের হস্তক্ষেপে ভেঙ্গে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে বালির বস্তা দিয়ে সাময়িক পথচারীদের পায়ে হেঁটে যাতায়াতের ব্যবস্থা করেছে। তবে ছোট-বড় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ফকিরহাট থানা সংলগ্ন ব্রীজ হতে জোড়া শীব মন্দির পর্যন্ত পাঁকা সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। অতিদ্রæত মেরামত না করলে সড়কটি দিয়ে চলাচলে একবারেই অনুপোযোগী হয়ে পড়বে। এদিকে সড়কটি ভেঙ্গে যাওয়ায় বাইসাইকেল, মটরসাইকেল, ইঞ্জিনচালিত ভ্যান সহ যাত্রীবাহী যানবাহন বিভিন্ন যানবাহন বিকল্প অন্যপথ ঘুরে যাতায়াত করছে। এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ চলাচল করে থাকেন।
ফকিরহাট উপজেলা প্রকৌশলী এমএম এ বকরের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি ঘুর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে ভৈরব নদীর পানির চাপ বৃদ্ধি পায়। এতে দোহাজারী দুইটি সড়ক সহ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার তালিকা ইতোমধ্যে করা হয়েছে। খুব দ্রæত সড়কগুলো সংস্কার করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্রিত করে মেরামত করার প্রক্রিয়া চলছে। দ্রুতগতিতে সড়কগুলো মেরামত করা হবে।