হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাহানারার নেগেটিভ এসেছে : মোট আক্রান্ত ৬৩জন

ফকিরহাটে জাহানারার নেগেটিভ এসেছে : মোট আক্রান্ত ৬৩জন

কর্তৃক
০ মন্তব্য 139 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরও ১৩জন সহ ৭জুলাই পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৬৩জন। এরমধ্যে দুইজন মারা গেছেন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৩জন। এদিকে উপজেলার কামটা গ্রামে ৪জুলাই রাত সাড়ের ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা যান জাহানারা বেগম (৫৫) নামের এক গৃহপরিচারিকা। যার ১জুলাই নমূনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

পরীক্ষার ফলাফলে উক্ত নারীর নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার। নতুন ১৩জনের মধ্যে ১জন শিশু, ২জন নারী ও ১০জন পুরুষ রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অধিকাংশ বাহিরদিয়া-মানসা ইউনিয়নের। এছাড়াও রয়েছে আট্টাকী, ঠিকরিপাড়া, দোহাজারীসহ বিভিন্ন এলাকায়।

ফকিরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধিপেলেও এখনও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। যে কারনে আক্রান্তের সংখ্যা রেড়ে যাচ্ছে বলে সচেতন মহল মনে করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন