হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক ও সনদ বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“প্রশিক্ষিত যু, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খাঁন।

অনুষ্ঠান শেষে ১১জন যুব ও যুব নারী প্রশিক্ষাণার্থীদের মাঝে ৫লক্ষ ৬০হাজার টাকা যুব ঋণের চেক ও ১৭জনকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, মডেল থানার সেকেন্ড অফিসার এসাই ওহিদুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন