ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট ইউসিসিএ লি: এর চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় ফকিরহাট ইউসিসিএ লি: সমবায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট বিআরডিবি এর উপ-পরিচালক মো. নাসির উদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসিসিএ লি: এর চেয়ারম্যান ও জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগীয় পরিচালক শেখ কামরুজ্জামান কামরুল, সাবেক ইউসিসিএ লি: এর চেয়ারম্যান শাহজামাল চৌধুরী লরে, কচুয়া বিআরডিবি’র আরডিও মো. বজলুর রহমান, প্রমূখ।
ইউসিসিএ লি: এরভাইস চেয়ারম্যান মো.আতিয়ার মোড়লের সঞ্চালনায় এসময় বাগেরহাট, রামপাল ও মোল্লাহাটের ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সহ সমবায়বৃন্দ উপস্থিত ছিলেন।
