ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণের বিভিন্ন সরকারি এ্যাপস ও জরুরি সেবা বিষয়ক জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।
শনিবার বেলা ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। কোর্স সমন্বয়কারি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা পাবলিক লাইব্রেরী সভাপতি মো. ইউনুস আলী শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বেতাগা পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্যাকমো সবুজ মিত্র, ইউপি সচিব এসএম দাউদ আলী প্রমুখ।