ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে ফকিরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ সেপ্টেম্বর) আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.আসাদুজ্জামান, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, সহকারী শিক্ষক এ.সুকুর আলী খান, মোঃ ইব্রাহীম হোসেন, প্রিয়াংকা হালদার, সুকান্ত মিস্ত্রি, সবুজ দাশ, আঃ রহমান বিশ্বাস, হৈমন্তি শুকলা কুন্ডু,সমিরন রায় প্রমূখ।