হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে চক্ষু রোগের চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বানিয়াখালী সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে মঙ্গলবার সকাল ১০টায় নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় চক্ষু রোগের চিকিৎসা বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প (ছানি অপারেশন) অনুষ্ঠিত।

বিনামূলে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: সবুর আলী। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ আ: হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবলোক পরিষদের পরিচালক মুহ. ফকরুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা: মফিজুল হক, ডা: মনিরুল ইসলাম, ইউপি সদস্য কালিদাশ বিশ্বাস, নিহার রঞ্জন বাগচী, শিক্ষক অমলেন্দু বিশ্বাস প্রমুখ।

এসময় প্রোগ্রাম অফিসার কাজি আবুল কালাম আজাদ, সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায় সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন ১৪০জনকে বিনামূল্যে চিকিৎসা সহ ১৯ জনের ছানি অপরারেশ করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন