হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, একজন আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় এক নারী (৩৫) কে ধর্ষনের চেষ্টার অভিযোগে মুজিবর বেহারা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। তাকে সোমবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পিলজংগ গ্রামের নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। সে উক্ত গ্রামের মাহাতাব বেহারার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত মুজিবর বেহারী ওই নারীর ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই নারীর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সে পালিয়ে যায়। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজ বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন, যার নং-১৪ তারিখ ১৬/০১/২০২২ইং।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল আনাম বলেন, ধর্ষনের চেষ্টার অভিযোগে ওই নারী থানায় একটি মামলা করেছেন। মামলার আসামীকে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন