হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রান্ডিং কর্মসূচির আওতাভুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে ১০টাকা কেজি মূল্যের কার্ড ও চাল বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট খাদ্য গুদাম অফিসের আয়োজনে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ। এসময় ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, বীরমুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর সহ বিভিন্ন ইউপি সদস্য/সদস্যা, উপকারভোগী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলঘর ইউনিয়নে মোট ১২০৪জন কে কার্ড দেয়া হয়েছে। এদিন একশ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। অন্যদের পর্যায় ক্রমে চাল বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন