ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন গ্রহনে আগ্রহী নারীদের ভীড় বেড়েছে। ১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দেখা গেছে অন্যান্য দিনের ন্যায় এদিনও পুরুষের পাশাপাশি নারীদের ভীড় ছিল। দিন যত যাচ্ছে নারীদের সংখ্যা বৃদ্দি পাচ্ছে। তারা অথ্যান্ত আনন্দের সাথে করোনা ভাইরাসের টিকা গ্রহন করছেন বলে অনেকেই জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, এদিন ৬২২জন টিকা গ্রহন করেছেন। এরমধ্যে পুরুষ ৩৫৪জন ও ২৬৮জন। এ পর্যন্ত মোট টিকা গ্রহনকারীর সংখ্যা দাড়িয়েছে ৪২৩৯ জন। এরমধ্যে পুরুষ ২৫৪২জন এবং নারী ১৬৯৭জন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, টিকা প্রদান অব্যাহত রয়েছে।
৬হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন। প্রথমধাপে এখনও ১৬শ বেশী মানুষ টিকা গ্রহন করতে পারবেন। এরপরও মানুষের চাহিদা বেড়ে গেলে অন্যত্র থেকে টিকা সংগ্রহ করার আশাবাদ ব্যক্ত করেন।
s