মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
ছাত্রলীগ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সাবেক) সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকাস্থ বাগেরহাট সমিতির সাধারন সম্পাদক, ঢাকাস্থ হাতিরপুল মোতালেব প্লাজার সভাপতি ফকিরহাটের কৃতিসন্তান প্রয়াত আব্দুল ওয়াদুদ খোকনের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার (০২ অক্টোবর) বিকেল ৫টায় ফকিরহাট ডাকবাংলা চত্ত¡রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান বাবু। যুবলীগ নেতা সাইদুজ্জামান নাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেংলা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,সাবেক ছাত্রনেতা কাজী গোলাম হোসেন বাবলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মতিয়ার রহমান মতিন, আওয়ামী লীগ নেতা ঢালী আ: মালেক, তুষার কান্তি কুন্ডু, সমারেশ রায় চৌধুরী, অমর ঘোষ, যুবলীগ নেতা সৈয়দ আব্দুল্লাহ আল-মামুন আব্দুর রহমান, মো: রেজাউল ইসলাম, সুমন মল্লিক প্রমূখ।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মরহুম আব্দুল ওয়াদুদ খোকনের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে যৌথভাবে দোয়া পরিচালনা করেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম ও মাও: আবুল হাসান।
