হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কেক কাটা ও প্রার্থণার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কেক কাটা ও প্রার্থণা সভার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্র্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে কলকলিয়া আর্শীবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। এসময় একে অপরকে কেক খাইয়ে দেন। এ উৎসবে শিশুসহ খ্রিস্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষ যোগ দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আয়োজন করা হয় প্রার্থণা সভার।

এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া আর্শীবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, সন্তোষ কুমাল মন্ডল, নিউটন মানিক প্রমূখ।

কলকলিয়া আর্শীবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুন বলেন, বড়দিন উপলক্ষে পবিত্র ধর্মগ্রস্থ বাইবেল পাঠ করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থণা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন