হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কিস্তির টাকা যোগাড় না করতে পেরে আত্মহত্যা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কিস্তির টাকা যোগার করতে না পেরে টাউন-নওয়াপাড়া গ্রামের গনেশ দে (৬৫) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (১৪ জুন) সকাল বাড়ির পাশে কচিকদম ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতহেদের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে এসআই তোবারেক আলী জানায়, মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছে বলে তিনি জানান।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের কালপিদ দে এর পুত্র তিন সন্তানের জনক গনেশ দে দীর্ঘদিন ধরে ভ্যানে করে বিভিন্ন বাড়ি থেকে সলা ক্রয় করে তা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ গ্রহন সহ বিভিন্ন মহাজনের নিকট থেকে চড়া সুদে টাকা নেওয়ার ফলে অনেক টাকার ধার-দেনা হয়ে পড়েন।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে একটি সমিতির কিস্তির টাকা যোগাড় করতে না পেরে সে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, ওই ব্যক্তির আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনেক টাকার দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন