মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় হানিফা শেখ (৫০) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বালুর মাঠ নামক স্থানে ঘটেছে। নিহত হানিফা শেখ লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের মৃতঃ বকশ শেখের পুত্র।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিনি কাটাখালী থেকে ভ্যান নিয়ে লখপুর বাসষ্ট্যান্ডে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে প্রথমে কুদির বটতলা হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তির পর সেখানে মারা যান। তার বাড়ীতে অসুস্থ স্ত্রী, ২কন্যা ও বৃদ্ধা মাতা রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় তার পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের বা ঘাতক ট্রাকটি আটক হয়নি।
