হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনা সংক্রমন সংখ্যা দিন দিন বেড়েই চলেছে

ফকিরহাটে করোনা সংক্রমন সংখ্যা দিন দিন বেড়েই চলেছে

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে দিন দিন করোনা সংক্রমন সংখ্যা বেড়ে চলেছে। এ পর্যন্ত ৩৬জন করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে একজন চিকিৎসক মারা গেছেন। জানা গেছে, গত ১৮ মে ফকিরহাটে প্রথম একজন করোনা রোগী সনাক্ত হয়। এরপর ২২মে ৪জন সনাক্ত হয়। তারপর থেকে বাড়তে থাকে আক্রান্তদের সংখ্যা। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, মেম্বর, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী ও গার্মেন্টসকর্মী সহ নানা পেশার মানুষ রয়েছেন। জানা গেছে, সপ্তাহে দুইদিন এখানে শ্রমজীবিদের হাট বসে। যারা বিভিন্ন স্থান থেকে আসেন। এছাড়া ফকিরহাট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। যে কারনে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসা-যাওয়া করেন। অনেকে স্বাস্থ্যবিধিও মেনে চলেন না। এমন অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমন সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার বলেন এ পর্যন্ত ফকিরহাটে নমূনা সংগ্রহ করেছে ৩৫৫জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩৮জন। এরমধ্যে ২জন শিশুকন্যা, ১০জন নারী ও ২৬জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে ১৮জন সুস্থ হয়েছেন।
এ ব্যাপারে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানিয়েছেন, এ পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা অধিকাংশ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে বাড়ীতে এসেছে। এছাড়াও কারনে অকানে বাড়ী থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ মেনে না চলার কারনে সংক্রমন সংখ্যা বাড়ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন