হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা দশজন

ফকিরহাটে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা দশজন

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ইব্রাহিম বিশ্বাসের করোনা পজেটিভ হয়েছে। উপজেলা পাইকপাড়া গ্রামের বাসিন্দা ও ফকিরহাট বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বিশ্বাস গত ৪ আগষ্ট করোনা উপসর্গ নিয়ে যান। এ নিয়ে ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ১০জন।

মৃত অন্যান্যরা হলেন ডা: উপেন্দ্রনাথ পাল, চা বিক্রেতা শেখ হেমায়েত আলী, পল্লী চিকিৎসক মো: ইয়াদ আলী, তার পুত্র খানজাহান আলী বাদশা, গ্রাম পুলিশ আ: ছালাম শেখ, মিষ্টির দোকানদার কালিপদ পাল, প্রধান শিক্ষক শেখ আ: আজিজ, মসজিদের ইমাম আব্দুল গনি ও কল্পনা রানী কর্মকার। অত্র উপজেলায় নতুন আরও তিনজন সহ মোট আক্রান্ত ১৬৪জন।

নতুন আক্রান্তরা হলেন আট্টাকী গ্রামের মানিক সাহা, মালতী সাহা ও বাহিরদিয়া গ্রামের গোপাল দাশ। এরমধ্যে সুস্থ হয়েছেন মোট ১৩১জন। বিষিয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন