হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনার টিকা সংকটের কারনে টিকা প্রদান কার্যক্রম স্থগীত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা সংকটের কারনে আপতত স্থগীত করা হয়েছে টিকা প্রদান কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট মো: কামাল হোসেন জানান, কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ প্রদান বন্দের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম বন্দ করা হয়েছে।

২৭ এপ্রিল (মঙ্গলবার) সর্বশেষ দ্বিতীয় ডোজ টিকা প্রদান শেষে আপাতত স্থগীত করা হয়েছে। টিকা সংকটের কারনে এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সুত্র জানিয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন ফকিরহাটে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ৯হাজার ৪শত ০১জন। এছাড়া টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ৫হাজার ৫শহত ২৭জন।

তবে খুব শীঘ্রই পুনরায় টিকা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি আরও বলেন নতুন টিকা আসার পর দ্বিতীয় ডোজেন পাশাপাশি প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন