ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় ফকিরহাট ডাকবাংলা মোড়স্থ ছাত্রশিবিরের কার্যালয়ে উপজেলা (পূর্ব) শাখা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।
ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু আইউব আনছারির সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার প্রকাশনা সম্পাদক শুয়াইব শেখ, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, ইসলামী ছাত্রশিবির টঙ্গী (পশ্চিম) শাখার সভাপতি আরাত হুসাইন, ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি আনাস হুসাইন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের আলোচনায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার গুরুত্ব ও বুনিয়াদি শিক্ষা অর্জনের পাশাপাশি কুরআন ও হাদীসের শিক্ষা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। শিক্ষার্থীদের পরীক্ষায় কাঙ্খিত ফলাফল নিশ্চিত করার জন্য যাবতীয় পরামর্শ প্রদান করেন। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।