ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রামের ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ কুমার তরফদার। এতে সভাপতিত্ব করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো. জাকারিয়া।
সাকিব হোসেন ও মনিকা খাতুনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয়ন্তী দাস, ইফফাত আরা, রানা সেখ, মারিয়া আক্তার প্রমূখ। এসময় ৩৬জন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ছাতা প্রদান করা হয়।