ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সাংবাদিক ও শিক্ষক খান আল আউয়াল মনির মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক মনি জানান, শুক্রবার উপজেলার পাগলা উত্তর জামে মসজিদে জম্মার নামাজ আদায় করার জন্য মসজিদের পাশে তার ব্যবহৃত ব্লু কালারের পালচার মটরসাইকেল (যার নং-বাগেরহাট-ল-১১-১৫৯০) রেখে যান।
নামাজ আদায় এসে দেখেন তার মটরসাইকেলটি কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। উক্ত মটরসাইকেলের সামনে সাংবাদিক লেখা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ফকিরহাট সহ আশ পেশার অঞ্চল সমূহে মটরসাইকেল সহ ইজিবাইক ও ব্যাটারী চালিত ভ্যানের চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
s
