হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এবার করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

ফকিরহাটে এবার করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 118 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আ: আজিজ (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার গত ১৯জুলাই করোনা পজেটিভ হয়।

এই মিলে এ পর্যন্ত ফকিরহাটে বাবা-ছেলে সহ মোট মৃতের সংখ্যা দায়িয়েছে ৭জন। মৃতরা হলেন ডা: উপেন্দ্রনাথ পাল, চা বিক্রেতা শেখ হেমায়েত আলী, পল্লী চিকিৎসক মো: ইয়াদ আলী, তার পুত্র খানজাহান আলী বাদশা, গ্রাম পুলিশ আ: ছালাম শেখ, মিষ্টির দোকানদার কালিপদ পাল ও প্রধান শিক্ষক শেখ আ: আজিজ। মোট আক্রান্ত ১৩৮জন।

এরমধ্যে সুস্থ হয়েছেন ৬০জন। বিষিয়টি নিশ্চিতকরেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অসিমকুমার সমাদ্দার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন