ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় মো. রনি শেখ (২৪) নামের এক মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপনে সংবাদ পেয়ে সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে পিলজংগ এলাকায়বিশেষ এক অভিযান পরিচালনা করে গাজা সহ মাদকসেবনকারী রনি শেখকে আটক করে।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার আটককৃত মাদকসেবনকারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করেন। আটককৃত রনি পিলজংগ গ্রামের জুলফিকার শেখের ছেলে।