হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভাইফোটা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“ভাইয়ের কপালে দিলাম ফোটা’ ‘যম দুয়ারে পড়ল কাটা’ ‘ভাই আমার লোহার বাটা’ ‘যমুনা দেন যমকে কাটা’ ‘আমি দিই আমার ভাইকে ফোটা”।

প্রতিবছরের ন্যায় এ বছরও শনিবার (০৬ নভেম্বর) দিনব্যাপী ফকিরহাটে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়ীতে ভাইফোটা অনুষ্ঠান ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এই দিনে বোন তার ভাইয়ের চোখে কাজল পরিয়ে, কপালে চন্দনের ফোটা ও ধান-দুর্ব্বা দিয়ে আশির্বাদ ও মঙ্গল কামনা করে। এসময় ধুপ ও প্রদীপ জেলে উলু ও শঙ্খ ধ্বনি বাজানো হয়। অনুষ্ঠান সাজানো হয় বিভিন্ন ধরনের খাবার দিয়ে। এসময় একে অপারের মাঝে বিভিন্ন ধরনের উপহার প্রদান করে থাকেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন