ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী আট্টাকী শীতলা মন্দির, ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও বেতাগা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথটান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ জুলাই) দুপুর ১২টায় আট্টাকী শীতলা মন্দির থেকে উল্টো রথটান শুরু করে ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির ঘুরে আট্টাকী শীতলা মন্দির এসে শেষ হয়। উল্টো রথটানে অসংখ্য দর্শনার্থী ও ভক্তবৃন্দের আগমন ঘটে।
উল্টো রথটান উপলক্ষে এসব মন্দিরে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
