হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে উৎসব না হলেও নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে এবারও উৎসব ছাড়াই শনিবার থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ। করোনার সংক্রমণের কারণে এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস জানান, শিক্ষাপ্রতষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেবেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান। একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে ভিন্ন ভিন্ন দিনে শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে বলে তিনি জানান।

শনিবার সকালে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার জানান, এদিন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। পর্যায়েক্রমে অন্যান্য শেণির শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে।

বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমসির সভাপতি বিশ্বাস মাসুদ হোসেন মুক্ত, সাবেক সভাপতি ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক প্রবীর ভক্ত, সবুজ দাশ, মামুদুল ইসলাম, হৈমন্তী শুক্লা, জয়ন্তী দে, মনিরা সুলতানা, দিপ্তি সেন প্রমূখ।

এছাড়াও এদিন প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য মাধ্যমিক স্তরে পাঠ্যবই বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণ করেন। উৎসব ছাড়া হলেও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন