হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে উর্দ্ধতন কর্মকর্তাদের ব্রি-ধান-৮৭ প্রদর্শনী পরিদর্শন

ফকিরহাটে উর্দ্ধতন কর্মকর্তাদের ব্রি-ধান-৮৭ প্রদর্শনী পরিদর্শন

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরে রাজস্ব খাতের অর্থায়নে ব্রি-ধান ৮৭ প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ। সোমবার বিকেল ৫টায় পরিদর্শনকালে প্রধান অতিথি খাজুরায় রাস্তার পাশে তালের বীজ রোপণ এবং ধানের ক্ষতিকর পোকামাকড় দমন ও রোগ প্রতিরোধের উপায় সম্পর্কিত কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাস, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আব্দুল্লাহ আল-মামুন, উপ-পরিচালক (উদ্যান), এএইচ এম জাহাঙ্গীর আলম, ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল, অভিজিত গাইন, বিপ্লব দাশ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন