হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ

ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

মান্না দে:
বাগেরহাটের ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা এইচ এস পি’র স্কিম পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, ঢাকা এইচ এস পি’রমহকারী পরিচালক (প্রশাসন) মো. তৌফিক এরফান, শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্জালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান। এসময় ফকিরহাট ও রামপাল উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ঢাকা এইচ এস পি’র স্কিম পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে সকলে মিলে এক সংগে কাজ করতে হবে, শিক্ষা বিস্তারের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জীবন মানের ইন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করবে হবে। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন