হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে উদ্ধার হওয়া চার শিশু-কিশোরকে পরিবারের নিকট হস্তান্তর

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে ১৮ই এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার হওয়া চার শিশুকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ১৯ এপ্রিল (সোমবার) শিশুদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে মডেল থানা পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া শিশুরা হলো যশোর জেলার অভয়নগর থানার বিভাগদি গ্রামের আব্বাস দেওয়ান এর ছেলে সোহান দেওয়ান (১৫), যশোর জেলার অভয়নগর থানার পোড়াখালী গ্রামের ছোট্র মিস্ত্রীর ছেলে রিফাত শেখ (১৭), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মান্ডারপাড়া গ্রামের মৃতঃ শের আলী শেখ এর ছেলে ইলজামুল শেখ (১৪), চট্রগ্রাম জেলার অলংকার থানার খালপাড় এলাকার মৃতঃ রফিকুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন সাগর (১৪)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশু-কিশোররা বাড়ী থেকে রাগারাগি করে আসছে। এরই সুবাদে খুলনা জেলার সদর থানার রেললাইন নিউ কলোনী এলাকার আলী আহম্মেদ এর ছেলে আজমল শেখ নামে এক ব্যক্তি তাদেরকে কাজের সন্ধানের কথা বলে নিয়ে আসে। এরমধ্যে উদ্ধারের মধ্যে একজন শিশু জানিয়েছে, এরপূর্বে উক্ত আজমল শেখের সাথে ডিপ টিউবওয়েলের কাজ করেছে। এইসব শিুদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে দিয়ে কম মুজুরীতে বিভিন্ন স্থানে কাজ করার জন্য এদেরকে নিয়ে আসে। তবে উক্ত আজমল শেখ পাচারকারীর সদস্য কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মডেল থানার এস আই অনুপ রায় জানান, এদিন ঘটনার দিন কাটাখালী এলাকায় এদেরকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে চার শিশু উদ্ধার ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, কাটাখালী এলাকা থেকে চার শিশু-কিশোর সহ ৫জনকে থানায় আনা হয়েছে। এদের মধ্যে উদ্ধার হওয়া চার শিশু-কিশোরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে। তাদের সাথে যে আজমল শেখকে আনা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যদি পাচারকারীর সদস্য হয়ে থাকেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন