হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

ফকিরহাট  প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ৫০পিচ ইয়াবাা ট্যাবলেটসহ মো. শফিউল (৪২) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী চট্যগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার মৃত মো. রফিকের ছেলে।

পুলিশ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় ও এসআই বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা আট্টাকী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মো. শফিউলকে গ্রেপ্তার করে। এসময় তার শরীর তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন