হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 188 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি পবিত্র সাহা (২৯) উপজেলার মূলঘরের কাঁঠালিডাঙ্গা এলাকারশক্তি পদ সাহার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত নৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদ্যুৎ গোলদার ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল কাঠালিয়াডাঙ্গা এলাকা অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি প্রবীত্র সাহাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেপ্তারকৃত মাদক কারবাররির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে তাকে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন