হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১লাখ ৬৩ হাজার ২’শত টাকা সহ মাদক মাদককারবারী মনির শেখ ওরফে মনি শেখ ও তার এক সহযোগী রাসেল হোসেন গ্রেপ্তার করেছে।
পুলিশ জানান, শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেন, এসআই স্নেহাশিস দাশ, এসআই বিপ্লব রায় সহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা করা হয়।
অভিযানে বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মাদককারবারী ও একাধিক মাদক মামলার আসামী মনির শেখ মনি শেখ (৪৬), আট্টাকী গ্রামের মো: রাজ্জাক হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে।
এসময় তাদের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১লাখ ৬৩ হাজার ২’শত টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন , উক্ত ঘটনায় ফকিরহাট মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক) এবং ১৯ (ক) একটি মামলা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন