মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অত্র ইউনিয়নের সকল মসজিদের ইমাম-মোয়াজ্জেনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সবুর আলী, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ২৩টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেনদের মাঝে প্রতিজনকে ৫ হাজার করে মোট ১ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরন করা হয়।