ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এইপ্রথম ইভিএম এর মাদ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১নং বেতাগা ইউনিয়নে এবার ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। যদিন উক্ত ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছেনা। তবে সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১নং বেতাগা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১৫৮৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৭১৬জন এবং নারী ভোটার ৫৮৭০জন। এছাড়া ২লখপুর ইউনিয়নে মোট ভোটার ১৬৭৭৫জন, এরমধ্যে পুরুণ ভোটার ৮৪৫৮জন এবঙ নারী ভোটার ৮২৭১জন। ৩নং পিলজংগ ইউনিয়নে মোট ভোটার ১৫৮২৯জন, এরমধ্যে পুরুষ ভোটার ৭৯১১জন এবং নারী ভোটার ৭৯১৮জন। ৪নং ফকিরহাট ইউনিয়নে মোট ভোটার ২০৪৬৮জন, এরমধ্যে পুরুষ ভোটার ১০১০৪জন এবং নারী ভোটার১০৩৬৪জন।
৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে মোট ভোটার ১২২৬৯জন, এরমধ্যে পুরুষ ভোটার ৬০৬০জন, নারী ভোটার ৬২০৯জন। ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে মোট ভোটার ১৩৭৫৬জন, এরমধ্যে পুরুষ ভোটার ৬৯৩০জন এবং নারী ভোটার ৬৮২৬জন। ৮নং শুভদিয়া ইউনিয়নের মোট ভোটার ১২৩৫০জন, এরমধ্যে পুরুষ ভোটার ৬০৬৩জন এবং নারী ভোটার ৬২৬৭জন। অত্র উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ২হাজার ৯শতজন।
এরমধ্যে পুরুষ-৫১হাজার ২শত ৬২জন এবং নারী ভোটার ৫১হাজার ৬শত৭১জন। আগামী ১১এপ্রিল ফকিরহাটে ইউনিযন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭ ইউনিয়নে ৪জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন। ৬৩ কেন্দ্রে ৬৩জন প্রিজাইডিং অফিসার থাকবেন। সহকারি প্রিজাইডিং এর দাযিত্ব পালন করবেন ২৯২জন। পোলিং অফিসার থাকবেন ৫৮৪জন। এছাড়া ২৯২টি বুথ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুম বিল্লাহ।
s
