হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই ¯েøাগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

সাতশৈয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে সাতশৈয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা জিএম একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সোনাখালী নিয়তী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মনজুর আহমেদ নওরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হারুন অর রশিদ হিরু। এতে সভাপতিত্ব করেন পল্লী মঙ্গল সমিতির আহবায়ক খান গোলাম মুর্শিদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির পরিচালক শেখ আ: সালাম, শেখ আব্দুল বারি, শেখ বজলুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি খান শহিদুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী কলিনা ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মুকুন্দ পাল, শেখ মোস্তফা হোসেন মোস্তা,সহ অনান্যরা।

খেলা পরিচালনা করেন পলাশ সেন, সহযোগি ছিলেন জাহিদুল ইসলাম ও লাচ্চু মোড়ল। খেলায় ধারাভাষ্যকারে ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন