হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আমিরুল ইসলাম নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আমিরুল ইসলাম নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার থানা রোডে অবস্থিত জয় টিভি মিলনায়তনে ওই প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিবস ১লা ডিসেম্বর বিকাল চারটা থেকে অনুষ্ঠানে আমাদের বঙ্গবন্ধু সহ বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

এদিন এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু।

এসময় আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতলেব আলী, সাংবাদিক খান মাহামুদ আরিফুল হক, আহসান টিটু, শেখ আসাদুজ্জামান, শেখ সৈয়দ আলী, সৈয়দ অনুজ, মো. সোহরাব কাজী, রাকিবুল ইসলাম, প্রভাতী সাংস্কৃতিক একাডেমির পরিচালক বিকাশ বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। এসময় উপস্থিত সকলে প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান উপভোগ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন