হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত¡র থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা মারুফা বেগম নেলী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান, থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) হাশেম আলী, এএসআই আব্দুল্লাহ আল-মামুন, এএসআই আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফকির কওসার আলী, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক বাচ্চু ফকির, পিআইও বিভাগের অফিস সহায়ক মো. আবু সাঈদ সহ অন্যান্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন