হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আধাকেজি গাজা সহ দুই মাদককারবারী আটক

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ফলতিতা রমেশের পুকুরপাড় এলাকা থেকে আধা কেজি গাজা সহ দুই মাদককারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। রবিবার সন্ধায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাজা সহ আটক করে।

আটককৃতরা হলো ফলতিতা গ্রামের মৃত শাহাদাৎ হোসেন পুত্র মো আবুল হোসেন ওরফে কালু (৬০) ও যশোর জেলার অভয়নগর উপজেলার ইছামতী গ্রামের হরি চাঁদ বিশ্বাস এর ছেলে নিশিত বিশ্বাস (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম। তিনি বলেন, মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন