হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আট্টাকা স্কুল মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“এক ইি জমিও অনাবাদি রাখা যাবে না” মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহনের লক্ষ্যে সোমবার সকাল ১০টায় বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমার মন্ডল প্রমূখ।

এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, কৃষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কৃষি বিভাগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন